পকেটে ফোন রাখলে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা কমে

প্রকাশিত: মে ১৭, ২০২২; সময়: ১১:০৭ পূর্বাহ্ণ |
পকেটে ফোন রাখলে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা কমে

পদ্মাটাইমস ডেস্ক : বেশিরভাগ মানুষ মোবাইল ফোন রাখেন প্যান্টের পকেটে। নিজের অজান্তেই এরা মারাত্মক ক্ষতি করছেন। মোবাইলের বিকিরণ ও চৌম্বক ক্ষেত্র পুরুষের শুক্রাণু উৎপাদনে বাধা হয়ে দাঁড়ায়। ফলে যায় স্পার্ম কাউন্ট। এতে করে দেখা দেয় বন্ধ্যাত্ব।

পুরুষ বন্ধ্যাত্বের কারণ এবং রক্ষা পাওয়ার উপায় নিয়ে করা এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন বলছে, বিশ্বের সন্তানহীন দম্পতিদের মধ্যে ৫০ ভাগ বন্ধ্যাত্বের কারণ পুরুষের শুক্রাণুর অক্ষমতা। যার অন্যতম কারণ স্মার্টফোন, ল্যাপটপের মতো ডিজিটাল ডিভাইস।

গবেষণা বলছে. পরিবেশের প্রভাব পুরুষের শুক্রাণু উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে অত‌্যধিক উষ্ণতাযুক্ত পরিবেশ, বিভিন্ন বিকিরণ যেমন এক্স রে, আল্ট্রা ভায়োলেট রে, অক্সিঅ‌্যাসিটিলিন শিখা ইত্যাদি এমন মারাত্মক রশ্মি ছাড়াও বিভিন্ন রকম রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলে শুক্রাণু উৎপাদন ব‌্যাহত হতে পারে।

একটানা বসে কাজ করা, কোলের উপর ল‌্যাপটাপ রেখে কাজ করা, প‌্যান্টের পকেটে দীর্ঘক্ষণ মোবাইল ফোন রাখা, আঁটসাঁট অন্তর্বাস সারাদিন পরে থাকা ইত‌্যাদির প্রভাব সরাসরি শুক্রাণু উৎপাদনের উপর পড়ে ও বীর্যের গুণগত মানকে কমিয়ে দেয়।

যুক্তরাজ্যের এক্সেটর বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বহুদিন আগেই তাদের একটি গবেষণায় এই তথ্য প্রকাশ করে সতর্ক করেছিলেন। কিন্তু সেই বিষয়ে আজও মানুষের হুঁশ ফিরেছে বলে মনে হয় না।

গবেষণা সংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয় ‘এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল’ সাময়িকীতে। গবেষক ম্যাথিউস বলেন, সারা বিশ্বে প্রচুর মোবাইল ফোন ব্যবহূত হচ্ছে। পরিবেশে এর উন্মুক্ত ব্যবহারে সম্ভাব্য ভূমিকাগুলো আরও পরিষ্কার হওয়া প্রয়োজন।

ম্যাথিউস স্বীকার করেছেন, তাঁরা যে গবেষণা করেছেন তাতে দেখা গেছে মোবাইল থেকে নির্গত হওয়া রেডিও-ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শুক্রাণুর গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ ফলে যৌন জীবনে সরসারি প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও এর ফলে সন্তান উৎপাদনে পুরুষের যে ভূমিকা থাকা উচিত, তাতেও প্রভাব পড়তে পারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে