বাগমারার এসএসসি ও এইচএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার রেজিস্ট্রেশন চলছে

প্রকাশিত: মে ১৬, ২০২২; সময়: ১:১৪ অপরাহ্ণ |
বাগমারার এসএসসি ও এইচএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার রেজিস্ট্রেশন চলছে

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশন কর্তৃক ২০২১ সালে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা উপলক্ষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলছে। আগামী ১৯ মে শেষ হচ্ছে সংবর্ধনা অনুষ্ঠানের রেজিস্ট্রশন কার্যক্রম।

বাগমারায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে সালেহা ইমারত ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষা একটি জাতিকে তার গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করে। শিক্ষা ছাড়া কোন জাতি বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে না। সেই কথা চিন্তা করেই ২০০৬ সালে পিতা-মাতার নামে এই ফাউন্ডেশন স্থাপন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

সম্প্রতি ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২০ সালে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১২’শ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সেই ধারাবাহিকতায় ২০২১ সালে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১৫’শ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হবে। যে সকল কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অংশ নিতে আগ্রহী তারা আগামী ১৯ মে’র মধ্যে অনলাইন অথবা সরাসরি প্রয়োজনী কাগজপত্র সহ আবেদন করতে পারবেন। নির্দিষ্ট সময়ের পর আবেদন করার সুযোগ থাকবেনা।

২০০৬ সাল থেকে সালেহা-ইমারত ফাউন্ডেশন বাগমারার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। বাগমারার সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এলাকায় মেধাবী শিক্ষার্থী তৈরী ও ভালো ফলাফলে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেন। তাঁর এই প্রচেষ্টায় এলাকার কৃতি শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা, বাড়তে থাকে কৃতি ও মেধাবীদের সংখ্যা। কৃতি শিক্ষার্থীর পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জানানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে