বাঘার আড়ানীতে দেশী মদের কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

প্রকাশিত: মে ১৫, ২০২২; সময়: ১০:০৮ অপরাহ্ণ |
বাঘার আড়ানীতে দেশী মদের কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা এলাকায় দেশী মদ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ১৫০ লিটার দেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার পৌরসভার গোচর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ বলে জানিয়েছেন ওসি সাজ্জাত হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আড়ানী গোচর গ্রামের মোকবুল হোসেন (৪১) ও মৃত মসলেমের ছেলে নাসির (৪৮)।

ওসি জানান, আড়ানী পৌরসভার ২নং ওয়ার্ডে গোচর গ্রামে দেশী মদ তৈরীর কারখানা ও দেশী মদ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় ১৫০ লিটার দেশী মদসহ দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ওই কারখানায় মদ তৈরীর বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঘা থানায় একটি মাদক মামলা দায়ের করা হবে বলে জানান ওসি সাজ্জাত হোসেন।

স্থানিয়দের অভিযোগ, আড়ানী পৌরসভার এক কাউন্সিলরের মামাতো ভাই নাসিরের নেতৃত্বে করিম ও তার সহযোগী ইউসুফ, মনি, আসমত মন্ডলের ছেলে হাফিজুল দেশী মদ তৈরীর কারখানা র্দীঘদিন যাবত নিয়ন্ত্রণ করে আসছে। ইউসুফ ও মনির বিরুদ্ধে মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, কাউন্সিলরের ছত্র ছায়ায় নাসিরের নেতৃত্বে দেশী মদ তৈরীর কারখানা গড়ে তোলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে