উদাস মন

প্রকাশিত: মার্চ ২, ২০২২; সময়: ১০:১০ পূর্বাহ্ণ |
উদাস মন

উদাস মন

হেঁটে যাচ্ছি এক সন্ধ্যায়-
কোথা থেকে চিন্তার রাণীরা এসে
ভর করলো মাথায়।

ইচ্ছে করছে, এই নীরব সন্ধ্যায়
প্রিয়জনের হাত ধরে হাঁটতে-
চকিতে ভেবে মরি-সেই হাত ফেলে
এসেছি অনেকদূর; সেদিন বুঝেছি
ভালো লাগলেই ভালোবাসা নয়-
প্রাপ্তিটা বড় কঠিন।

জড়িয়ে ধরার তীব্র আকুতি এখনো আছে
তবে সব স্বপ্ন কি বাস্তবে ভাসে?
আমার অধরাতেই সে যেন হাঁসে।

আলো-আঁধারের জীবন স্রোতে
উঁকি দেয় সুখ-দুঃখ-
জীবনের বাঁকে বাঁকে সময়ের মারপ্যাঁচে
কতটা আবেগ, নীল রং বেদনার-
পিষ্ট হওয়া ভালোবাসা; চোখে অশ্রু ঝরালো শুধু।

যৌবনে না পাওয়ার কষ্ট
ভুলে যায় না স্মৃতিরা
মধ্যসমুদ্রের গগণচুম্বী ঢেউ বিলীন কিনারে-
জীবনের এই সন্ধ্যার আকাশে সুখ তারা
নিভে গেছেÑতবু জ্বলে থাকে যন্ত্রনার
এক প্রদীপ্ত শিখা।

লেখক-

মাহবুব দুলাল

কবি, সাংবাদিক ও কলামিস্ট

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে