রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২; সময়: ৮:৪৭ অপরাহ্ণ |
রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় যুবলীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনকে পর্ণোগ্রাফি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছে পুঠিয়া থানার অফিসার্স ইনচার্য (ওসি) মো: সোহরাওয়ার্দী হোসেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার যুবলীগের এই নেতা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিন্ম আদালতে আত্মসমাপর্ণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। এর আগে তিনি হাইকোর্টের জামিনে ছিলেন। আট সপ্তাহের জামিন নিয়ে আসায় তাঁকে গ্রেপ্তার করা হয়নি।

যুবলীগের সাধারণ সম্পাদকের পদে থাকলেও সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কার্যসহকারী পদে চাকরি করেন। অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ভুক্তভোগী ঐ নারী সুমনের বিরুদ্ধে মামলা করেছেন। সুমনের বাবা বদিউজ্জামান বদি বর্তমানে পুঠিয়া বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

এরমধ্যই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। ঐ নারী বাদি হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে প্রায় দুই মাস থেকে এই ফুটেজ ঘুরছে মানুষের হাতে হাতে। কিন্তু ভাইরাল এই ভিডিও খুজে পাচ্ছে না রাজশাহী জেলা যুবলীগ। তাই সুমনের বিরুদ্ধে এখনো সাংগঠনিক কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

ভিডিও ছড়িয়ে পড়ার কথা শুনলেও সুমনকে শোকজ না করার কথা স্বীকার করেছেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। তিনি বলেন, ‘ভিডিওর কথা শুনেছি। মামলা হয়েছে তা জানি। কিন্তু ভিডিওটি দেখিনি। তাই শোকজ করিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে