লতা মঙ্গেশকরকে আইসিইউতে থাকতে হবে ১০ দিন

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২; সময়: ১১:১২ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
লতা মঙ্গেশকরকে আইসিইউতে থাকতে হবে ১০ দিন

পদ্মাটাইমস ডেস্ক : দুই দিন আগে খবর আসে, করোনা আক্রান্ত হয়েছেন উপমহাদেশের নন্দিত গায়িকা লতা মঙ্গেশকর। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চলছে তার।

বুধবার হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ থেকে ১২ দিন শিল্পীকে আইসিইউতে পর্যবেক্ষণেই রাখবেন চিকিৎসকরা। করোনার পাশাপাশি লতার নিউমুনিয়া হওয়ার কথাও জানিয়েছেন চিকিৎসক। চলছে তার চিকিৎসাও।

যদিও স্বস্তির খবর যে এখন পর্যন্ত অক্সিজেনের সাহায্য নিতে হয়নি এই শিল্পীকে। অক্সিজেন স্যাচুরেশনও ঠিক আছে। তাই আগামী ১০ দিন কোনো ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা।

এর আগে ২০১৯ সালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। চেস্ট ইনফেকশন থেকে তার শ্বাসকষ্ট হয়েছিল। এরপর করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলছিলেন।

খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতেও দেখা যায়নি তাকে।৯২ বছরে পা দিয়েছেন লতা মঙ্গেশকর। এই বয়সে করোনায় আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে পরিবারের।

মঙ্গলবার এই খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন তার অনুরাগীরা। কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে