ছুটিতে বাড়ি গিয়ে নারী পুলিশের আত্মহত্যা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২; সময়: ১১:১৮ অপরাহ্ণ |
ছুটিতে বাড়ি গিয়ে নারী পুলিশের আত্মহত্যা

পদ্মাটাইমস ডেস্ক : বগুড়ায় গ্রামের বাড়ি ছুটি কাটাতে গিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন রহিমা খাতুন (২০) নামে এক নারী পুলিশ সদস্য। বুধবার সন্ধ্যা ৭টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, রহিমা শেরপুর উপজেলার চন্ডিশ্বর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও কক্সবাজার অষ্টম আর্মড ব্যাটালিয়ন পুলিশে (এপিবিএন) কর্মরত ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) রাজ্জাকুল ইসলাম।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রহিমা ৫ জানুয়ারি ছুটিতে গ্রামের বাড়ি আসেন। আজ সকাল ১১টার দিকে তিনি নিজ বাড়িতে বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শজিমেক এ আনা হয়। পরে সন্ধ্যায় তিনি মারা যান।

রাজ্জাকুল ইসলাম আরও জানান, রহিমার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে