পবায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২; সময়: ৬:০৭ অপরাহ্ণ |
পবায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত কর্মসূচির মধ্যেছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

এসব কর্মসূচিতে সভাপত্বি করেন পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, আওয়ামীলীগের সহ-সভাপতি সুফিয়া হাসান ও গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আবু সামা, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য হযরত আলী, জেলা পরিষদের সদস্য ও পবা উপজেলা যুবলীগ সভাপতি মো. এমদাদুল হক, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা মহিলা লীগ সভাপতি নারিফা বেগম, যুব মহিলালীগ সভাপতি হাসিনা খাতুন, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, পারিলা ইউনিয়ন সভাপতি সোহরাব আলী, হরিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নবাব আলী, দামকুড়া ইউনিয়ন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বড়গাছী ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাগর প্রমুখ।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে