বাগমারায় ইউপি চেয়ারম্যান হলেন শ্যালক-দুলাভাই

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২; সময়: ৯:৫৯ অপরাহ্ণ |
বাগমারায় ইউপি চেয়ারম্যান হলেন শ্যালক-দুলাভাই

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর বাগমারার বাসুপাড়া ও যোগিপাড়ায় শ্যালক ও দুলাভাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বুধবার উপজেলার ১৬ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে তাঁদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ী প্রার্থীরা হলেন বাসুপাড়ায় লুৎফর রহমান ও যোগিপাড়ায় তাঁর শ্যালক এম এফ মাজেদুল। এর মধ্যে লুৎফর রহমান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থীর চেয়ে ১ হাজার ৬৮২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হন।

অন্যদিকে যোগিপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এফ মাজেদুল বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে ৪ হাজার ৫৬৪ ভোট বেশি পেয়েছেন।

লুৎফর বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। তবে ওই নির্বাচনে পরাজিত হয়েছিলেন। অন্যদিকে এম এফ মাজেদুল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও যোগিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

তবে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তবে এবার তিনি প্রথমে নৌকা প্রতীক পেলেও পরে ওই ইউপিতে প্রার্থী পরিবর্তন করা হয়।

মাজেদুল বলেন, রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের অনুপ্রেরণায় তিনি রাজনীতিতে এসেছেন। এ ছাড়া তাঁর দুলাভাইয়ের কাছ থেকেও তিনি রাজনীতি শিখেছেন। ভবিষ্যতেও তিনি দুলাভাইয়ের কাছ থেকে পরামর্শ নেবেন। এখন জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবেন বলে জানান তিনি।

এদিকে লুৎফর বলেন, নির্বাচনে তিনি ও তাঁর শ্যালক নির্বাচিত হওয়ায় তিনি খুশি। এখন জনসেবায় ও এলাকার উন্নয়নে তাঁরা দুজন একসঙ্গে কাজ করবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে