তাড়াশে হাতিতে চড়ে নির্বাচিত ইউপি সদস্যের বিজয় মিছিল
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২; সময়: ৪:৪২ pm |
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে হাতিতে চরে নব নির্বাচিত এক ইউপি সদস্য (মেম্বার) ব্যতিক্রমী ধরনের বিজয় মিছিল করেছে।
উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের ৬ নং হামকুরিয়া ওর্য়াডে বুধবার অনুষ্ঠিত হয়ে যাওয়া ৫ম ধাপের নির্বাচনে মেম্বার পদে বিপুল ভোটে নির্বাচিত হয় ইব্রাহীম হোসেন মৃধা।
তাই বৃহস্পতিবার সকালে গ্রামবাসী ২টি হাতি ও একটি ঘোড়ার গাড়ীতে চরে নারী-পুরুষ এক সাথে ব্যাতিক্রম এ আনন্দ মিছিলে মেতে উঠেন। মিছিলটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। যা এক নজরে দেখতে ভীড় করেন উচ্ছুক জনতা।
এদিকে বিজয়ী ইউপি সদস্য ইব্রাহীম মৃধা জানিয়েছেন, আগে থেকেই তার প্রতিশ্রুতি ছিল নির্বাচনে জিতলে হাতি ঘোড়ায় করে আনন্দ মিছিল করার। সেজন্য এই আয়োজন।