পুঠিয়ার বেলপুকুরিয়ায় নৌকার বিদ্রোহীর জয়, বানেশ্বরে বিএনপি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২; সময়: ১১:০৫ অপরাহ্ণ |
পুঠিয়ার বেলপুকুরিয়ায় নৌকার বিদ্রোহীর জয়, বানেশ্বরে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার দুইটি ইউনিয়নে ধরাশায়ি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনিত প্রার্থীরা। এ দুই ইউনিয়নের মধ্যে একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজীয় হয়েছেন। আরেকটির একটি কেন্দ্র ভোট গ্রহন স্থগিত করায় ফলাফল ঘোষণা করা হয়নি। তবে তিনি নৌকার প্রার্থীর চেয়ে ২ হাজার ১ ভোটে এগিয়ে রয়েছেন।

রিটানিং অফিসার ঘোষিত ফলাফল অনুযায়ী বেলপুকুরিয়া ইউনিয়নে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি।

ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮ হাজার ৮৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজিবুল হক নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮ হাজার ৪৮২। এছাড়াও মোটর সাইকেল প্রতীক নিয়ে বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুল রাকিব পেয়েছেন ৬ হাজার ৩২৮ ভোট।

অপরদিকে, বানেশ্বর ইউনিয়নে ১১টি কেন্দ্রর মধ্যে একটির ভোট গ্রহন স্থগিত রয়েছে। ফলে ১০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ১১ হাজার ৯৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক দুলাল।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯ হাজার ৯৩। এছাড়াও হাতুড়ি প্রতীক নিয়ে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মামুনুর রশিদ ভোট পেয়েছেন ২৫৫। তবে যে কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে সেখানে ভোটার রয়েছেন ২ হাজার ৮৪৪।

পুঠিয়া উপজেলার দুইটি ইউপিতে ২৪টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। এর মধ্যে ঝুকিপূর্ন ১২টি। এ উপজেলার বানেশ্বর ও বেলপুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ২৯ জন এবং সাধারণ সদস্য পদে ১০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে