রেফারি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ৩:২৭ অপরাহ্ণ |
রেফারি

কুচি মুচি হয়ে নত মস্তকে দাঁড়াতে দাঁড়াতে
মাথাটাই খসে পড়ে গেলো আপনার পায়ে
পায়ে-পায়ে মাথাটা এদিক ওদিক সারাদিক
প্রতিদিন সারাদিন ধরে এক জীবন্ত ফুটবল

এপায়ে ওপায়ে গড়াগড়ি করতে করতে
কখনো মাঠের উত্তরে কখনো দক্ষিণে
কখনো গোলপোস্টের পিলারে বাড়ি খেয়ে ফের মধ্যমাঠে
ফের লাত্থি গুঁতোয় গুঁতোয় কর্ণার কিক

আর পেনাল্টির জন্য একঠায় রাখা হয় কখনো

গোলবার পার হয়ে আবার ধাক্কা খেয়ে গড়াতে থাকবে
গড়াতে থাকবে মানুষের মুন্ডু, জীবন্ত ফুটবল

এখানে হলুদ কার্ড নেই রেড কার্ড নেই
সাইড লাইন থেকে কোনো পতাকাও ওঠে না

এই ফুটবল মাঠে কোনো রেফারিই নেই!

কবি : মাহবুবুর রহমান বাদশাহ

  • 93
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে