বিভীষিকার আগমন

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২০; সময়: ২:৩২ অপরাহ্ণ |
বিভীষিকার আগমন

সমস্ত দিনের কোলাহল শেষে
বিভীষিকার সাইরেন যখন খানিক স্তব্ধ হয়,
লাল মোরগের বিদ্রোহের স্বর থেমে যায়
কবিতা ততক্ষণে হারিয়ে ফেলে ভাষা!

কলমের চূড়া ঝরে যাওয়া কৃষ্ণচূড়ার রং গায়ে মেখে
রক্তাক্ত কাব্য লিখবে বলে
কাব্যের দ্বারে বারবার আঘাত হানে!

আমার রচিত কাব্যের সাথে সেই কাব্যের
কতখানি মিল,
তা জানে এই শতাব্দী, এই মহাকাল,
জানে অগুনতি বছর কোন বৃক্ষকে জাপটে ধরে থাকা,
তারই সতেজ বাকল!!

কবি : মনিরুজ্জামান মুন

  • 78
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে