তিমির বিনাশী মুজিব

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২০; সময়: ২:৫৭ অপরাহ্ণ |
তিমির বিনাশী মুজিব

আবারও সেই রাত্রির মত
হিংস্র অন্ধকার আমাদের চারপাশে জড় হচ্ছে
আবারও হত্যার জ্যামিতি খোদাই করা হচ্ছে
স্বপনময় তরুণ মস্তিষ্কে
আবারও হনন লিপ্সু মেশিনগান তাক করা হয়েছে
জাতির বুক লক্ষ করে।

পিতা, কে আর তোমার মত অকুতোভয়
বুক, মেলে ধরবে ছাপান্ন হাজার বর্গমাইল!

আমরাতো তোমার সাহসে সাহসী
তোমারই বীরত্বে পরাক্রান্ত
আজকের এই বিভ্রান্ত আঁধারে আরো একবার
দাঁড়াও সমুখে বরাভয় মূরতি
বাঙ্গালীর কোটি চোখের মিলিত আগুন,
চিরভাস্বর স্বপ্নসম্ভব সূর্যপ্রতিম পিতা!

যত দ্বিধা, যত ভয়, যত প্রতারক বিশ্বাসের ফাঁদ
তুমি তার একমাত্র উদ্ধার,
তুমি হাজার বছর ধরে প্রতিক্ষা কাতর মায়ের
বুকজোড়া ‘শিশু যাদুকর ‘তুমি পিতা
তুমিই মুজিব,বাঙ্গালীর প্রিয় স্বাধীনতা।

 

কবি-আরিফুল হক কুমার

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে