আতঙ্কে আজ বিশ্ব

প্রকাশিত: জুলাই ২৭, ২০২০; সময়: ৭:২৭ অপরাহ্ণ |
আতঙ্কে আজ বিশ্ব

এসেছিলে তুমি ১৯সনের শেষাংশে,
দিয়েছিলে প্রথম চীনে হানা,
তুমি গজব, নাকি চীনের আবিষ্কার,
হয়নি আজও জানা।।

তোমার কারণে সারা বিশ্বের মানুষের ভয়,
কখন যে কার প্রাণঘাতী করোনা হয়!

ভাইরাসের প্রতিষেধক কবে হবে বের,
চেষ্টায় আছে সবাই পায়নি আজও টের।

কত মানুষ মৃত্যু শয্যায়,
আবার কতো হয়েছে সুস্থ,
কবে হবে সারাবিশ্ব,
প্রাণঘাতী কভিড ১৯ থেকে মুক্ত?

বিশ্ব কাপানো এই ভাইরাস পৃথিবীকে করে দিচ্ছে ধংস,
হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ সকলেরই,
মানছে না জাতি বংশ।।

মরছে মানুষ লক্ষ্য লক্ষ্য,
হচ্ছে না অনেকের দাফন।
বিশ্ব আজ আতংকের তরে,
অনেক লাশে পাচ্ছেনা কাফন!

লোকশানের হার কোটি কোটি,
বানিজ্য নেই দেশে।
সবাই আজ লকডাউনে,
যাতায়াত হবে কিসে ?

গরিব দুঃখি আজ অনাহারে,
কাটাচ্ছে দিন কতো,
হচ্ছেনা কাজ দিন মুজুরের,
অভাব সব শ্রেনির শতো শতো।।

সকল রোগের বাবা এটি,
ভয়ে আজ সারা বিশ্ব,
দেখলে গায়ে কাঁটা দেয়,
কভিড ১৯ এর দৃশ্য।

কবি-মুক্তা পারভিন (পরী)

  • 36
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে