বাগমারায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সোমা

প্রকাশিত: ২৮-০৪-২০২০, সময়: ১৫:২৫ |
Share This

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে। গত সোমবার প্রকাশিত ফলাফলে উম্মে ওয়াহিদা সামিয়া (সোমা) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সোমা মচমইল বহুমুখী উচ্চ বিদ্যারয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।

উম্মে ওয়াহিদা সামিয়া (সোমা) বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামের ওসমান গণির মেয়ে। মা সামসুন নাহার। সোমার পিতা মচমইল সরকারী প্রাথমিক বিদ্যারয়ের সহকরী শিক্ষক এবং মা নারায়নপাড়া কারিগরি (ভোকঃ) স্কুলের কম্পিউটার ট্রেড ইন্সট্্রাক্টর।

উম্মে ওয়াহিদা সামিয়ার এই সাফল্যের পেছনে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আর মা-বাবার অনুপ্রেরণা রয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে লেখাপড়া শেষ করে একজন আলোকিত ও আদর্শ মানুষ হিসেবে দেশের সেবায় আত্মনিয়োগ করতে চাই। সে জন্য উম্মে ওয়াহিদা সামিয়া (সোমা) সকলের কাছে দোয়া কামনা করেছেন।

উম্মে ওয়াহিদা সামিয়া (সোমা) এর আগে ৫ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতেও কৃতিত্বের সহিত বৃত্তি পেয়েছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে