রাজশাহীতে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ৪২
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪২ জনকে আটক করা হয়েছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এদের আটক করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশঅতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ৭ জন, কাটাখালি থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোহাম্মদ আলী(২৬)কে ৭ গ্রাম হেরোইনসহ, রকিবুল ইসলাম পিনু(২৩) ও জাহিদ হাসান হাবিব(২৬)কে ১৯ পিস ইয়াবাসহ আব্দুল কুদ্দুস বাপ্পি(২১)কে ৮ পিস ইয়াবাসহ, টগর আলী(৪০) ও লতিফা রিতা(৩৫)কে ২৫ পিস ইয়াবাসহ আটক করে।
রাজপাড়া থানা পুলিশ শহিদুল ইসলাম আশিক(২৭)কে ৩ গ্রাম হেরোইনসহ, চন্দ্রিমা থানা পুলিশজনি(২৮)কে ২ গ্রাম হেরোইনসহ আটক করে। কাটাখালি থানা পুলিশ মাসুদ রানা(৪০)কে ১১ পিস ইয়াবাসহ, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আসিফুল ইসলাম আসিফ(৩২)কে ১৩ পিস ইয়াবাসহ রোবায়েত ইসলাম রাজ(২৮)কে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
ও ডিবি পুলিশ সোহেল রানা(৪০) ও আজিম(৩৩)কে ১৪০ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।