বাঘায় অভিমানে শিক্ষার্থীর আত্নহত্যা!
প্রকাশিত: মে ১৬, ২০১৯; সময়: ৬:০৬ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, বাঘা : বাঘায় মায়ের উপর অভিমানে নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬-৫-১৯) সকালে শয়ন কক্ষের তীরের সাথে ওড়না বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। উপজেলার পীরগাছা গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার স্কুল পড়ুয়া ছাত্রী মৌসুমি (১৪) তেথুলিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করতো।
পুলিশ জানায়, বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল ওয়াহাব জানান,পড়ার জন্য মা বকাবাকি করছিল। আর এই অভিমানে সে আত্নহত্যা করে। অপমৃত্যুর ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।