শিবগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত: মে ১৬, ২০১৯; সময়: ৫:৩৭ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পৌর মেয়র কারিবুল হক রাজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেনসহ অন্যরা। এরআগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।