বাগমারায় প্রাইমারী পর্যায়ে গার্ল গাইডস্রে হলদেপাখি সম্প্রসারণ প্রকল্পের যাত্রা শুরু

প্রকাশিত: মে ১৬, ২০১৯; সময়: ৫:৩৩ pm |

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ গার্ল গাইডস্রে হলদেপাখি সম্প্রসারণ প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। ছোট থেকেই সঠিক এবং নিয়ম কানুন মেনে জীবন পরিচালনা করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হলদেপাখি সম্প্রসারণ প্রকল্প শুরু হয়েছে। শিশুদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও ট্রাফিক সচেতনতা মূলক প্রশিক্ষণ ও স্যানিটেশন বিষয়ে জ্ঞানদান করা হয়।

গার্ল গাইডস্রে হলদেপাখি সম্প্রসারণ প্রকল্পের যাত্রা শুরু উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলার উত্তর একডালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের রাজশাহী অঞ্চল।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বাগমারা উপজেলা গার্ল গাইডস্ এর স্থানীয় কমিশনার চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।

উপজেলা গার্ল গাইডস্ এর সাধারণ সম্পাদক শাহনাজ বেগমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহী অঞ্চলের কমিশনার সাবরিনা সারমিন, জেলা ট্রেজারার সহকারী জেলা শিক্ষা অফিসার লাইলী বানু, জেলা স্থানীয় কমিশনার রাহেলা বানু, বাগমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উত্তর একডালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কুমার প্রামানিক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, উপজেলা গার্ল গাইডস্ এর সদস্য কহিনুর বেগম, কাচারী কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জিয়াউর রহমান সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা গার্ল গাইডস্রে সদস্যবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে