গোদাগাড়ীর নির্জন খাড়িতে যুবকের ঝুলন্ত লাশ

প্রকাশিত: মে ১৬, ২০১৯; সময়: ৪:১০ pm |
গোদাগাড়ীর নির্জন খাড়িতে যুবকের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা খাড়ির পাশের একটি গাছে এক যুবকের (১৮) ঝুলন্ত লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, জায়গাটি নির্জন। আশপাশে বাড়ি নেই। খাড়ির পাড়ের একটি গাছে ফাঁস দেয়া অবস্থায় লাশটি ঝুলছিল। স্থানীয়দের কেউ নিহত যুবককে চিনতে পারেননি। তার পরনে প্যান্ট ও একটি লাল পাঞ্জাবি ছিল। তারা যুবকের পরিচয় সনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।

ওসি বলেন, রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নিহত যুবকের লাশের ময়নাতদন্ত করা হবে। এরপরই মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। তবে এখন তারা থানায় একটি অপমৃত্যুর মামলা করবেন। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আর পরিচয় না পাওয়া গেলে লাশটি আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফন করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে