রাজশাহীতে ছাগলের দ্বন্দ্বে প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ফসলি জমিতে ছাগল নামা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের মধ্যে পড়ে লাঠির আঘাতে প্রাণ হারিয়েছে তিন মাস বয়সী এক শিশু।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দিঘা মার্কেটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর নাজিরা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত শিশুর নাম মো. আরিয়ান। সে দিঘা মার্কেটপাড়া গ্রামের কৃষক আবদুর রাজ্জাকের ছেলে। আর তার মৃত্যুর ঘটনায় আবদুর রাজ্জাক গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফসলি জমিতে ছাগল নামা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আবদুর রাজ্জাকের সঙ্গে তার প্রতিবেশি তহুরুল ইসলামের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। তখন রাজ্জাকের মা শিশু আরিয়ানকে কোলে নিয়েই রাজ্জাককে সরিয়ে নিতে যান। ওই সময় একটি লাঠির আঘাত লাগে শিশু আরিয়ানের শরীরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তারা শিশুর লাশ উদ্ধার করে থানায় নেন। পরে বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আর এ ঘটনায় রাজ্জাক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
এ মামলার আসামি নাজিরা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তিনি তহুরুল ইসলামের স্ত্রী। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।