পোরশায় চাল ক্রয়ের উদ্বোধন
প্রকাশিত: মে ১৫, ২০১৯; সময়: ৪:৫৪ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পোরশা : চলতি বোরো মৌসুমে নওগাঁর পোরশায় সরকারী ভাবে চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নিতপুর খাদ্যগুদামে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। এসময় উপজেলা দুটি খাদ্য গুদামের মাধ্যমে ৩৬টাকা কেজি দরে ১হাজার ১৮৭মেট্রিকটন চাল ক্রয় করা হবে বলে জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক শওকত জামিল প্রধান, নিতপুর খাদ্য গুদামের ওসিএলএসডি আব্দুল মতিন, রাইস মিল মালিক সমিতির সভাপতি ওবাইদুল্লাহ শাহ্, শাহ অটো রাইস মিলের মালিক আব্দুর রশিদ শাহ্ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।