ট্রেন লাইনচ্যুত, এক ঘন্টা দেরিতে ছাড়লো
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে ট্রেনটি নির্ধারিত সময়ে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। বুধবার সকাল পৌনে আটটার এ ঘটনায় কোন হতা-হতের ঘটনা ঘটেনি। স্টেশনটিতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
এদিকে অন্যান্য বগিগুলোকে উদ্ধার করে নির্ধারিত সময়ের এক ঘন্টা দেরিতে মধুমতি ট্রেনটি যাত্রীদের নিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাইনচ্যুত পাওয়ার কার বগিটির উদ্ধার কাজ চলছে।
রাজশাহী স্টেশনে ম্যানেজার আব্দুল করিম জানান, বুধবার সকাল সাড়ে সাতটায় যাত্রীদে নিয়ে ট্রেনটি রজশাহী থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাবার জন্য নির্দিষ্ট প্লাটফর্মে নিয়ে আসা হচ্ছিল। এসময় ট্রেনটির পাওয়ার কার বগি লাইনচ্যুত হয়।
তিতুমির এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিত ছুটি থাকায় সেখান থেকে পাওয়ার কার বগি নিয়ে মধুমতি এক্সট্রেস ট্রেনটি রাজশাহী থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে রওনা দেয়। এক ঘন্টা দেরিতে সকাল ৯টায় ট্রেনটি রাজশাহী ছাড়ে। তিনি আরো জানান, লাইনচ্যুত পাওয়ার কার বগিটির উদ্ধার কাজ চলছে।