অবৈধ সম্পদ : রুহুল আমিন হাওলাদারকে দুদকে তলব
প্রকাশিত: মে ১৫, ২০১৯; সময়: ৯:৪৪ am |
খবর > জাতীয় / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে দুদকে যেতেই হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করেছে দুদক। মঙ্গলবার দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমদ রাসেল তাকে তলবি নোটিশ পাঠিয়েছেন। চিঠিতে রুহুল আমিন হাওলাদারকে ২০ মে দুদকে হাজির হতে বলা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি শওকত চৌধুরী ও তার স্ত্রী মাহবুবা খাতুনের বিরুদ্ধে মামলা করবে দুদক।
মঙ্গলবার কমিশন সভায় তা অনুমোদন করা হয়। এতে শওকত চৌধুরীর বিরুদ্ধে ৯ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ ও ২ কোটি ৫১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
মাহবুবা খাতুনের বিরুদ্ধে ১ কোটি ২১ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ পায় দুদক। এ ছাড়া তিনি দুদকের কাছে ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।