চাঁপাইনবাগঞ্জে নছিমন খাদে পড়ে তিনজন নিহত
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমন্তাপুর উপজেলার কাঁঠাল-নিমতলা এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে একটি নছিমন (ভুটভুটি) খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আর আটজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত সবাই ধান কাটা শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন (৩১), আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (১৯) ও মোন্তাজ আলীর ছেলে মোজাফ্ফর হোসেন (২৬)।
আহত আটজনের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। অপর পাঁচজনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোমস্তাপুর থানার পরিদর্শক জসিম উদ্দিন জানান, উপজেলার পিরাসন এলাকা থেকে ধান কাটা শেষে নছিমন যোগে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিমতলা-কাঁঠাল এলাকায় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।