পবার হুজুরীপাড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়ন চত্তরে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
সভায় এক কোটি ৪৮ লাখ টাকা ৯৮ হাজার ৪৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়। এতে ব্যয় ধরা হয় এক কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৫৩৪ টাকা এবং উবৃত্ত ধরা হয়েছে ৬৯ হাজার ৯৬০ টাকা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সাবেক কমান্ডার এসএম কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আরএমপি কর্ণহার থানা অফিসার্স ইন-চার্জ সেলিম বাদশা, সাবেক চেয়ারম্যান জাইদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, দারুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দারুশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন।
বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন সচিব গোলাম সাকলায়েন। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষাখাতে। সভায় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, ইউপির সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ।