পত্নীতলায় তথ্য অধিকার আইন বিষয়ক সংলাপ
প্রকাশিত: মে ১৪, ২০১৯; সময়: ১০:৩০ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় দি হাঙ্গার প্রোজেক্টের উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, দি হাঙ্গার প্রোজেক্টের প্রোগ্রাম ম্যানেজার জমিরুল ইসলাম, আরটিআই প্রকল্প কো-অরডিনেটর মাহমুদ হাসান রাসেল, আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন, আরটিআই জেলা সমন্বয়কারী সাবরিন সুলতানা দোলন প্রমুখ।
সংলাপে তথ্য অধিকার আইনের বিস্তারিত ধারণাপত্র উপস্থান করা হয়।