প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতেই যুবকের আত্মহত্যা
পদ্মাটাইমস ডেস্ক : কাজের সূত্রে বেশ কিছুদিন আগে ফেসবুকে আলাপ এক কিশোরীর সঙ্গে। সেই সূত্রে প্রেম। আর প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতে আত্মহত্যায় হলো তার করুণ পরিণতি।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বংশীহারী থানার রশিদপুর গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটেছে।
জিনিউজ জানায়, কর্মসূত্রে দিল্লিতে থাকতেন শুভঙ্কর হালদার। কাজের সূত্রে বেশ কিছুদিন আগে ফেসবুকে আলাপ হয় জলপাইগুড়ির বাসিন্দা এক কিশোরীর সঙ্গে। ভোট দেওয়ার জন্য মাসখানেক আগে শুভঙ্কর বাড়ি ফেরেন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকেই একনাগাড়ে ফোনে কথা বলছিলেন শুভঙ্কর। এরপর মঙ্গলবার সকালে শুভঙ্করের মৃতদেহ উদ্ধার করা হয় বাড়ির পাশে একটি আম গাছ থেকে।
স্বজনরা জানান, মৃতদেহের কানে তখনো হেডফোন লাগানো ছিল। সম্পর্কের কারণেই শুভঙ্কর আত্মহত্যা করেছে বলে মনে করছেন তারা।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।