সাপাহারে জাতীয় প্রযুক্তি ও বিজ্ঞান মেলার উদ্বোধন
প্রকাশিত: মে ১৪, ২০১৯; সময়: ৪:৫৭ pm |
খবর > আঞ্চলিক
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সুজন-সুশাসনের জন্য নাগরিক সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হক মাস্টার, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ। শেষে অতিথিগন মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি স্টলগুলি পরিদর্শন করেন।