চুয়াডাঙ্গায় জামায়াতের ৪৮ নারী সদস্য আটক

প্রকাশিত: মে ১৪, ২০১৯; সময়: ৫:০২ pm |
চুয়াডাঙ্গায় জামায়াতের ৪৮ নারী সদস্য আটক

পদ্মাটাইমস ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে জামায়াতের সাথে সক্রিয়ভাবে জড়িত ৪৮ জন নারী সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার হাটবোয়ালীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল থেকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালি গ্রামের জাহিদুর আলীর বাড়িতে জামায়াতের নারী নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় ও বাড়িটিকে ঘিরে রাখে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়েতের অনেক নারী সদস্য পালিয়ে যায়। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের ৪৮ নারী কর্মীকে আটক করে পুলিশ।

আটকৃতদের আলমডাঙ্গা থানায় নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আসামীদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে