পোরশায় সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়
প্রকাশিত: মে ১৪, ২০১৯; সময়: ৪:৫৫ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে ওই মতবিনিময় করেন। এসময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যে কোন উন্নয়নে সহযোগী হিসাবে কাজ করার জন্য সাংবাদিকদের আহবান জানান।
সাংবাদিকদের সহযোগীতা পেলে যে কোন কাজ সুষ্ঠ ভাবে করা যাবে বলে তিনি বিশ্বাস করেন বলে জানান। পরে উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দেওয়া দেওয়া হয়।
এসময় প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান(হাবিব), সহ-সভাপতি কামরুজ্জামান বাবু, সাধারন সম্পাদক এম রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ হুমায়ন কবির, সদস্য আমির উদ্দিন, ইসাউল হক, আবু রাইহান, একে আনোয়ার উপস্থিত ছিলেন।