থিম ওমর প্লাজায় মোঘল’স এর ৩য় তম শাখা উদ্বোধন
প্রকাশিত: মে ১৪, ২০১৯; সময়: ৪:৩০ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীকে বিশ্বমানের গুনগত মানের খাবারের স্বাদ দিতে মোঘল’স-এর তয় তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মহানগরীর থিম ওমর প্লাজার ৬ষ্ঠ তলায় চাইনিজ রেস্তোরাটির ৩য় তম শাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে থিম ওমর রিয়েল ষ্টেটের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে রেস্তোরাটি’র উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে আইডিএলসি’র ম্যানেজার মনতোষ বাবু, পাবনা-সিরাজগঞ্জ সমিতি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঘল’স-এর কর্ণধার কামরুল হাসান সোহান। অনুষ্ঠানে দোয়া পাঠ করেন, হযরত শাহমুখদুম (রাঃ) দরগা শরীফ মসজিদের মোয়াজ্জেম হাফেজ মো. রেজাউল করিম।