শিবগঞ্জ উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : গত ২৪ মার্চ অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানকে পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. নূর-উর-রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে এতে অন্যদের উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সারোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক- সার্বিক তাজকির-উজ-জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তারাসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা।
এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. নূর-উর-রহমান নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন- মাদক, বাল্যবিয়ে ও গরু চোরাচালান রোধে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ধাপের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে শিবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস-চেয়ারম্যান শিউলী বেগম নির্বাচিত হন।