চারঘাট উপজেলা আইন শৃংখলা সভা

প্রকাশিত: মে ১৩, ২০১৯; সময়: ৮:০৪ pm |
চারঘাট উপজেলা আইন শৃংখলা সভা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম দায়িত্ব গ্রহনের পর পরিষদে আইন শৃংখলা সভায় এই প্রথম উপস্থিত ছিলেন। সোমবার সকালে উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।

সভায় উিপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা ও মাদক সেবীদের উৎপাত ব্যাপক হাওে বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে জন্য ব্যাবকভাবে আলোচনা করা হয়। এছাড়া ঈদকে সামনে রেখে বিভিন্ন রাস্তায় চিহ্নিত রুটগ্রুলোতে অপরাধ প্রব্যনতা ঠেকাতে আইন শৃংখলা বাহিনীকে টহল বৃদ্ধির আহবান জানান।

এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম বলেন, আমের জন্য বিখ্যাত চারঘাটকে অপরিপক্ক আম বাজারজাতকরণ ও কেমিক্যালমুক্ত রাখতে ব্যাপক সচেতনতা বৃদ্ধির জন্য সকল ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়। এছাড়া চারঘাটকে মাদকমুক্ত করতে উপজেলা চেয়ারম্যান দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু, মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু,নিমপাড়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, শলুয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুম,চারঘাট প্রেসক্লাবের সভাপতি এস এম মোজাম্মেল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মেজাম্মেল হক ও বিজিবি প্রতিনিধি নাযেক সুবেদার নাসির খন্দকার, এনজিও প্রতিনিধিগণ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে