পুঠিয়ায় অপরিপক্ক আম পাড়ায় ৬ জনের জেল

প্রকাশিত: মে ১৩, ২০১৯; সময়: ৮:০৩ pm |
পুঠিয়ায় অপরিপক্ক আম পাড়ায় ৬ জনের জেল

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সরকারী নির্দেশ অমান্য করে অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে আম পরিপক্ক করে বাজারজাত করণের উদ্দেশ্যে প্রক্রিয়াজাত করণের সময় অপরিপক্ক প্রায় ৩০মন লক্ষণভোগ আম জব্দ করা হয় এবং অপরিপক্ক আম প্রক্রিয়াকরণে নিয়োজিত ৬ জনকে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, সোমবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান।

এ সময় অপরিপক্ক ৭০ ক্যারেটে প্রায় ৩০মন লক্ষণভোগ আম জব্দ করা হয় এবং অপরিপক্ক আম প্রক্রিয়াকরণে নিয়োজিত ৬ জনকে বাংলাদেশ দন্ডবিধি এর ১৮৬০ ধারা মোতাবেক ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, জেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক ২৫ মে ২০১৯ তারিখ থেকে লক্ষণভোগ আম বাজারজাত করার সময় বেধে দেয়া হয়েছে। সকলকে জেলা প্রশাসন এর নির্ধারিত সময়ের পূর্বে সংশ্লি¬ষ্ট জাতের আম আহরণ ও বাজারজাত করণ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে