দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: ডাঃ মনসুর

প্রকাশিত: মে ১৩, ২০১৯; সময়: ৮:০১ pm |
দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: ডাঃ মনসুর
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর :  রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মনসুর রহমান বলেছেন, জাতির পিতা ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পুরন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার হাত ধরেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সোমবার দুপুরে দুর্গাপুর উপজেলা খাদ্য গুদামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, থানার ওসি আব্দুল মোতালেব প্রমুখ।  নবনির্মিত খাদ্য গুদামে ৫০০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ করা যাবে।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে