মুস্তাফিজের জোড়া আঘাত

প্রকাশিত: মে ১৩, ২০১৯; সময়: ৫:৩৫ pm |
খবর > খেলা
মুস্তাফিজের জোড়া আঘাত

পদ্মাটাইমস ডেস্ক : পাঠান উইন্ডিজ দলপতি। ক্যারিবীয় শিবিরে মুস্তাফিজের জোড়া আঘাত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উন্ডিজের সংগ্রহ ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান।

সোমবার ডাবলিনের ম্যালাহাইড দ্যা ভিলেজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে দারুন শুরু করে উইন্ডিজ। অভিষিক্ত রাহী-মাশরাফীর কেউই যেন পাত্তা পাচ্ছিলনা অ্যামব্রিস-হোপের ব্যাটের সামনে। প্রথম ৫.৪ ওভারেই তারা তুলে নেন ৩৭ রান। তবে সেই জুটি বড় হতে দেয়নি মাশরাফী।

মাশরাফীর অফ স্ট্যাম্পের বাইরে লাফিয়ে ওঠা বলটি খেলতে গিয়ে স্লিপে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সুনিল অ্যাম্ব্রিন (৩২)। এর ঠিক পাঁচ ওভার পরে ড্যারেন ব্রাভোকে ৬ রানে এলবির ফাঁদে ফেলে সাজ ঘরে ফিরিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন মিরাজ।

মিরাজের পরেই জ্বলে ওঠেন দ্যা ফিজ। ২০ তম ওভারে মাত্র ১৯ রানে মাহমুদউল্লাহর হাতে ক্যাঁচ বানিয়ে রোস্টন চেজকে ফেরান কাটার মাস্টার মুস্তাফিজ। আবারো সেই মুস্তাফিজ। তবে এবার এলবির ফাঁদে ফেললেন জোনাথন কার্টলারকে। মাত্র ৩ রানে ঘরে ফিরলেন এই ক্যারিবীত ব্যাটসম্যান।

চলতি সিরিজে উইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

গত বৃহস্পতিবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হবার কারণে বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ন। ফাইনাল নিশ্চিত করতে হলে ম্যাচটি জিততে হবে মাশরাফী বাহিনীর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে