রাণীনগরে খাটাসের ফাঁদে প্রাণ গেল গৃহবধুর
প্রকাশিত: মে ১৩, ২০১৯; সময়: ১:২৫ pm |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে খাটাস (গাবরা) ধরতে বিদ্যুতের তৈরি পাতানো ফাঁদে স্পৃষ্ট হয়ে মনোয়ারা বিবি (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গত রোববার সকালে উপজেলার মিরাট উত্তরপাড়া গ্রামে এঘটনা ঘটে। মনোয়ারা ওই গ্রামের শুকুর খান এর স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, শুকুর খান দীর্ঘ দিন ধরে কবুতর পালন করে আসছিলেন। কিন্তু প্রায় প্রতি রাতেই কবুতরের ট্যুংয়ে খাটাস এসে হানা দিতো। সেই খাটাসকে ধরার জন্য শহিদুল ইসলাম বিদ্যুতের মাধ্যমে বিশেষ ভাবে তৈরি ফাঁদ স্থাপন করে রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন। কিন্তু রোববার সকালে বিদ্যুতের সংযোগ বন্ধ না করেই শুকুর খান এর স্ত্রী মনোয়ারা বিবি কবুতর ছেরে দেবার জন্য ট্যুংয়ের মূখ খুলতে যান। এসময় পাতানো ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।