সিরাজগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত: মে ১৩, ২০১৯; সময়: ১২:৩০ pm |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
https://youtu.be/QVkMYrQngrE
সদর থানার এসআই বদরুদ্দোজা জামিল ও প্রক্ষদর্শীরা জানান, মালিছার মা মাছুমপুর মহল্লার আব্দুল মান্নানের বাসায় ভাড়াটিয়া হিসেবে হসিবে বসবাস করতেন। গত তিনদিন আগে আগে মেয়েকে বাসায় রেখে বাড়িতে ধান মারাইয়ের জন্য যান। এ অবস্থায় রোববার গভীর রাতে তার মা বাড়ি এসে দরজা খুলে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। এর পর বিষয়টি আশপাশরে লোকজন এসে জানার পর থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। সোমবার সকালে মর্গে পাঠায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।