তৃতীয় বারের মত বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : তৃতীয় বারের মত রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দায়িত্ব গ্রহন করলেন ইউসুফ আলী সরকার। রোববার বিকেলে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে দায়ীত্ব গ্রহণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সহসভাপতি সামসুজ্জোহা মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্ব গ্রহন সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন, সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, মমিনুল হক সবুজ, আবু বাক্কার সুজন, নাজিম হাসান, নুর কুতুবুল আলম, আকবর আলী, জিল্লুর রহমান দুখু, হেলাল উদ্দীন, আব্দুল মতিন, রতন কুমার, ফারুক আহম্মেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২০১৮ সালে ১১ মে প্রেস ক্লাবের পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ইউসুফ আলী সরকার ও আফাজ্জল হোসেন সমান সংখ্যক ভোট পায়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক এক বছর করে দায়ীত্ব পালনের নির্দেশ দেন। সেই মোতাবেক প্রথম বছর আফাজ্জল হোসেন দায়ীত্ব পালন করে গত ১১ মে তার মেয়াদ শেষ হয়। ক্লাবের নিয়মানুসারে ইউসুফ আলী সরকার ক্লাব পরিচালনার দায়ীত্ব গ্রহণ করেন।