মোদির গাড়ির সঙ্গে তার নিজেরটাও তল্লাশি করতে বললেন মমতা
পদ্মাটাইমস ডেস্ক : নির্বাচনের সময় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীসহ সবার গাড়িই তল্লাশি করার দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতারা ভোটারদের প্রভাবিত করতে টাকার বাক্স নিয়ে ঘুরছেন বলে বেশ কয়েক দিন ধরেই অভিযোগ করছেন তিনি।
দিন দুয়েক আগেই ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে লক্ষাধিক টাকা পুলিশ জব্দ করে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারাভিযানে তার বিমান থেকে একটি কালো ট্রাংক নামানোর ঘটনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
নির্বাচন কমিশনের এক অফিসার কেন ওই ট্রাংক ‘পরীক্ষা’ করেছেন, তার জন্য তাকে বরখাস্ত করা হয়।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রী বিজেপির বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ তুলছেন।
দলের নেতাকর্মীদের বলছেন, রাত পাহারা দিতে। ষষ্ঠ দফা ভোটের আগের দিন শনিবার হাসনাবাদ ও বসিরহাটের নির্বাচনী সভায় মমতা বলেন, প্রশাসনকে বলেছি- আমার গাড়ি, আমার হেলিকপ্টারও পরীক্ষা করুন।
প্রধানমন্ত্রী এবং দিল্লি থেকে আসা যেকোনো নেতার গাড়ি, হেলিকপ্টারও তল্লাশি করা হোক। কাউকে ছাড়বেন না।
এমনকি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের গাড়িও যেন তল্লাশি ছাড়া ছেড়ে না দেয়া হয়, সেদিকে খেয়াল রাখতেও অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।