চারঘাটে পুলিশের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৮ বোতল ফেন্সিডিল, ও ২শ ৫০ গ্রাম গাঁজাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার দিনগত রাতে ওসির নেতৃত্বে উপ-পরিদর্শক ইকবাল ও এএসআই আবু সালেক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর মৃত সাদেকের বাড়ি অভিযান চালিয়ে বাড়ির দক্ষিণে গুড় রাখা মাটির কুলার ভিতরে ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীসহ ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার মিয়াপুর চায়পাড়া গ্রামের সেলিন মন্ডল ছেলে মতিউল হক (২৫), নেপালতলী বাদশার ছেলে রাকিব হাসান, মিয়াপুর গ্রামের জামরুল ছেলে কাউসার (২৭)কে ৬ বোতলসহ মাদক সেবনকারী আজাদের ছেলে সেতু, মেহেদী হাসান, মাসুদ রানা ও শামীম হাসান সর্ব সাং বায়া বাজার এয়ারপোর্ট রাজশাহী।
এব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদেক এর বাড়িতে ফেন্সিডিল রাখা আছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও গাঁজাসহ ৭ জনকে গ্রেপ্তার করার সত্যতা নিশ্চিত করে। মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ে করে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করেন।