অসুস্থ হয়ে হাসপাতালে আরইউজে সভাপতি কাজী শাহেদ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি সাংবাদিক কাজী শাহেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে ১৭ নং ওয়ার্ডে মেডিসিন বিভাগে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন মেডিকেল টেস্টের পরামর্শ দেন।
ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক খলিলুর রহমান জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো হাতে পাওয়ার পরই তার চূড়ান্ত চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেয়া হবে। তবে তিনি আশঙ্কামুক্ত।
এদিকে, কাজী শাহেদের অসুস্থতার খবর পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তারা কাজী শাহেদের পাশে কিছু সময় কাটান ও শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় তাদের সাথে ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান।
সাংবাদিক কাজী শাহেদ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টিভি চ্যানেল নিউজ২৪ এর নিজস্ব প্রতিবেদক।