মান্দায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

প্রকাশিত: মে ১১, ২০১৯; সময়: ৪:০৬ pm |
মান্দায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় সুমন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১ টার দিকে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার সন্যাসীতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার কুসুম্বা ইউনিয়নের নাড়াডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিহত সুমন শনিবার প্রসাদপুর বাজার থেকে সহযোগী  শাকিল নিয়ে একটি মোটরসাইকেলে চৌবাড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথে এসিআই ইটভাটা এলাকায় সন্যাসীতলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি নিম গাছে প্রচন্ডবেগে ধাক্কা খায় তাদের বহনকারী মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন। দুর্ঘটনায়য় মোটরসাইকেলের আরেক আরেহি শাকিল আহত হয়েছেন।
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে