বাগমারায় ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বোরো ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামে ধান, চাল, গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুলের পরিচালনায় অনুষ্ঠিত, ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের চালকল মালিকসহ স্থানীয় ব্যবসায়ীরা। চলতি মৌসুমে উপজেলা খাদ্য গুদাম ২৬ টাকা দরে ৬০০ মে:টন ধান, ২৮ টাকা দরে ১৯০ মে: টন গম ও ৩৬ টাকা দরে ১৫৯১ মে: টন চাল সংগ্রহ করবেন বলে উপজেলা খাদ্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে।