রাজশাহী বিভাগীয় চলচ্চিত্রকর্মী সম্মেলন শনিবার
জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : দেশব্যাপী চলচ্চিত্রকর্মীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলনকে সামনে রেখে রাজশাহীতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক-সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান রাবি চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দিনব্যাপী এই সম্মেলনে রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে শতাধিক চলচ্চিত্র-প্রতিনিধি অংশ নেবেন। ঢাকা থেকে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে এতে অংশ নেবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন, চলচ্চিত্রকার নোমান রবিন ও খন্দকার সুমনসহ পাঁচজন।
আরও জানানো হয়, রাজশাহী বিভাগীয় সম্মেলন উপলক্ষে সম্প্রতি রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটনকে আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুলকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।
সাজ্জাদ বকুল আরও জানান, চলচ্চিত্রকর্মী বলতে যাদের বোঝানো হয়েছে তারা হলেন চলচ্চিত্র-সংস্কৃতির সাথে সম্পৃক্ত সকল মানুষÑ ক্যামেরার সামনে অথবা পেছনের হতে পারে, হতে পারে চলচ্চিত্রবিষয়ক লেখক, সংগঠক, গবেষক অথবা শিক্ষক, যিনি চলচ্চিত্রের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন তিনিই চলচ্চিত্রকর্মী।