সিরাজগঞ্জে পিক-আপ ভ্যান চাপায় পথচারী নিহত

প্রকাশিত: মে ১০, ২০১৯; সময়: ১২:৩০ pm |

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গার পাঁচলিয়ায় পিক-আপ ভ্যান চাপায় রায়হান আলী (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি সলঙ্গা থানার পাঁচলিয়া রানিনগর গ্রামের ছোরহাব আলীর ছেলে। শুক্রবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়করে পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার হাটিকুমরুলগামী একটি পিক-আপ ভ্যান সকালে পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রায়হানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিক-আপ ভ্যানটি থানায় আটক রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে