ভবানীগঞ্জে আলু বোঝাই ট্রলি উল্টে ড্রাইভার আহত

প্রকাশিত: মে ১০, ২০১৯; সময়: ১১:০৯ am |

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : ভবানীগঞ্জ পৌরসভার রাস্তার বেহাল দশা হওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে কলেজ মোড়ের বাইপাস রাস্তার আফসার প্লাজার পশ্চিম পাশে একটি আলু বোঝাই ট্রলি উল্টে গিয়ে ট্রলির ড্রাইভার নয়ন মিয়া (২২) মারাত্বক আহত হয়েছে।

এ সময় আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে বাগমারা মেডিকেলে নিয়ে ভর্তি করেছে। ড্র্ইাভার নয়ন মিয়ার বাড়ি উপজেলার নন্দনগাছি গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে নন্দনগাছী গ্রামের আলু ব্যবসায়ী বাদশার আলু নিয়ে নিয়ে ড্রাইভার নয়ন মিয়া ট্রলি যোগে তাহেরপুরে যাচ্ছিল। এ সময় ট্রলিটি মোহনা ক্লিনিকের পূর্ব পাশে এবং আফসার প্লাজার পশ্চিমে পৌছালে পৌর রাস্তার গভীর গর্তে পড়ে ট্রলিটি উল্টে গিয়ে পাশ্ববর্তী খালে পড়ে যায়।

এ সময় ড্রাইভার ট্রলি থেকে লাফ দিয়ে প্রানে বেচে গেলেও তার হাঁটু ও বকে মারাত্বক আঘাত পায়। এ সময় আশে পাশের লোকজন ড্রাইভার কে উদ্ধার করে দ্রুত বাগমারা মেডিকেলে নিয়ে ভর্তি করে।

পরে রাত ১০ টা নাগাত স্থানীয় লোকজনের চেষ্টায় ট্রলিটি ওই খাল থেকে তুলে আনতে সক্ষম হয়। তবে ট্রলিতে থাকা প্রায় ৩ টন আলু পানিতে তলিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত গোডাউন মোড়ের চাল ব্যাবসায়ী আকবর আলী জানান, এক বছর ও হয়নি ১৮ লক্ষ টাকা দিয়ে রাস্তাটি মেরামত করা হয়েছে। মেরামত করেছেন পৌরসভার কাউন্সিলয় হাচেন আলী। এখানে শুধু টাকাই লুটপাট করা হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি।

খাল থেকে ট্রলি তুলার কাজে সহযোগিতাকারী শ্রমিক বল্টু, এমদাদুল, মিঠু, বুলেট সহ ৮/১০ জন শ্রমিক রা জানান, প্রতিদিন এই রাস্তায় একাধিক দূর্ঘটনা লেগেইে আছে। পৌরসভার নাকের ডগায় হলেও রাস্তাটি তাদের নজরে পড়ে না। তারাও ব্যঙ্গ করে রাস্তাটি হাচেন রোড নামে আখ্যায়িত করেছেন। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা জানান, পৌর মেয়রের মত পৌরসভার রাস্তাগুলো এখন অসুস্থ হয়ে পরেছে।

পৌর মেয়র হার্টের অপারেশন করে যেমন অসুস্থ তেমনি পৌরসভার রাস্তাগুলো এখন অসুস্থ হয়ে পরেছে। স্থানীয়রা এই রাস্তা সহ পৌরসভার অন্যান্য রাস্তাগুলোর দ্রুত মেরামত করার দাবী জানান। এ কথা বলতে পৌর মেয়র আব্দুল মালেকের মোবাইলে একাধিক কল করে সেটি বন্ধ পাওয়া যায়।

তবে এ বিষয়ে পৌর সভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া জানান, অতিদ্রত রাস্তাটিতে ইট ফেলে ও রাবিশ দিয়ে আপাতত মোরামত করে দেওয়া হবে। পরে টেন্ডারের মাধ্যমে পরিপূর্ন সংস্কার করে দেওয়া হবে বলে তিনি জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে