চাঁপাইনবাবগঞ্জে নায্যমূল্যে মাছ বিক্রয়
প্রকাশিত: মে ৯, ২০১৯; সময়: ৫:৩৯ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের উদ্যোগে নায্যমূল্যে মাছ বিক্রি শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ মাছ বিক্রি শুরু হয়।
পবিত্র রমজান মাসে মাছের দাম স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। নিউমার্কেট মাছবাজার এলাকার বটতলায় নায্যমূল্যে মাছ বিক্রয় কেন্দ্রে নবাব মৎস্য খামার প্রকল্পের সহযোগিতায় নায্যমূল্যে মাছ বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, নবাব মৎস্য প্রকল্পের মালিক মো. আকবর আলী, মৎস্য আড়ৎদার শাহজাহান আলী সাজাসহ অন্যরা।
নায্যমূল্যের এ বিক্রয় কেন্দ্রে প্রতি কেজি রুই মাছ ২২০ টাকা, সিলভার কার্প ১২০ টাকা, কাতলা মাছ ২২০ টাকা, গ্রাস কার্প ২২০ টাকা দরে বিক্রি করা হয়।